
নিউজরুম ৭১॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। হেফাজতে ইসলামের নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্যের উদঘাটন।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরো বলেন, হেফাজতের একজন নেতার সোনারগাঁওর একটি রিসোর্টে অনৈতিক ঘটনার পর তাদের ফোনালাপসহ অন্যান্য বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একজন নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেওয়া এখন আর গোপন নয়।
এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি উলেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।