
নিউজরুম ৭১॥ লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে রায়পুর থানা প্রাঙ্গণে ৯৩ জন গ্রাম পুলিশের মাঝে এই শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর জেলাপুলিশসুপার ড. এ,এইচ,এম কামরুজ্জামান পিপিএম (সেবা) এর নির্দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে শীতের উপহার স্বরূপ এসব জ্যাকেট গ্রাম পুলিশদের হাতে তুলে দেন সহকারী পুলিশ সুপার স্পিনারানী প্রামাণিক। এছাড়াও রায়পুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে গ্রাম পুলিশদের করণীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর থানার ওসি তদন্ত শিপন বড়ুয়া, এস আই অসীম চন্দ্র ধর, এস আই জাহাঙ্গীর আলম, রায়পুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিউল আজম চৌধুরী জুয়েল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন অন্যান্য সাংবাদিকবৃন্দ।