
নিউজরুম ৭১॥ ভারতের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে রাজি না হলেও আইনে কিছু সংশোধন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষক সংগঠনের নেতারা জানিয়েছেন, শুধু সংশোধন নয়, তিনটি আইনই প্রত্যাহার করতে হবে। কৃষক সংগঠনগুলোর সঙ্গে সরকারের মন্ত্রীদের সাথে সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষ হয় কোন মীমাংসা ছাড়াই। সংকট নিরসনে শনিবার আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে, কৃষি আইন নিয়ে ‘চাষিদের সঙ্গে মোদী সরকারের বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে পদ্মবিভূষণ সম্মান ফিরিয়ে দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ফিরিয়ে দেওয়ার কথা জানান পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী।