
নিউজরুম ৭১॥ অন্য দলের সঙ্গেও সংলাপে বসতে রাজি আছে আওয়ামী লীগ, তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত; বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার নিজ দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোর্দাঁ ও জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টজ্ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি।
আগামিকালের বৈঠকে সব বিষয়ই আসবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অন্যদের সঙ্গেও আমরা বসতে রাজি আছি। তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত।’
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে সংলাপে বসার জন্য চিঠি দেয় গণফোরাম সভাপতি ও আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। সে অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দলের সংলাপ হতে যাচ্ছে।
বিএনপির সঙ্গে আলাদা করে আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গেই তো বিএনপি আছে।’ তিনি আরও বলেন, ‘আলোচনা সংবিধান সম্মত হবে বলে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকালের আলোচনায় যার যার যুক্তি দেয়া হবে; কথা বলতে কোন বাধা নাই। তবে আলোচনা হবে উন্মুক্ত। এ নিয়ে আগাম মন্তব্য নয়।’
খালেদা জিয়ার সাজা সম্পর্কে তিনি বলেন, ‘খালেদা জিয়ার রায় আওয়ামী লীগ বা সরকার দেয়নি, দিয়েছে আদালত। এর সঙ্গে আলোচনার সম্পর্ক নেই।’
আজকে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত সম্পর্কে ওবায়দুল কাদের বলেন ‘রাষ্ট্রদূতদের সঙ্গে যদিও সৌজন্য সাক্ষাত হয়েছে, তবু স্বাভাবিকভাবেই নির্বাচন, সংলাপ এসেছে আলোচনায়। তারা আশাবাদী, সংলাপের মাধ্যমে ভালো কিছু আসবে এবং নির্বাচন সুষ্ঠু হবে।’
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মানলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।’