
নিউজরুম সেভেন্টিওয়ান ॥ ব্রণ খুঁটলে অনেক সময় এ থেকে গর্ত, দাগ হয়ে যায়। গর্ত যদি হয়েও যায়, ভয়ের কিছু নেই। লাগানোর কিছু ওষুধ রয়েছে, রেটিনইক এসিড নাম। ওই রেটিনইক এসিড ব্যবহার করা হয় গর্তের ওপর।
গর্তগুলো অনেকটা সমান হতে থাকে। কিন্তু সম্পূর্ণ হয় না। তাই মাইক্রোনিডিল করা লাগে। এটি কলমের মতো এক ধরনের যন্ত্র। এটি ব্যাটারি ও ইলেকট্রিসিটি দিয়ে চলে। মাইক্রোনিডিল দিয়ে মুখের গর্ত জায়গাতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে দেওয়া হয়।
তবে এটাতে ব্যথা লাগে না, কোনো রক্তও বের হয় না। তবে ছিদ্র করে দেওয়ার কারণে যে সেরামটা তৈরি হয় এর ভেতরে, সেটি জমা হয়ে গর্তগুলো পূরণ হয়ে সমান হয়ে যায়। তখন বোঝা যায় না, এখানে গর্ত ছিল বা স্কার ছিল।
প্রিয় পাঠক, আপনিও নিউজরুম71 অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- news@newsroom71.com এ ঠিকানায়। আপনার নামে লেখা প্রকাশ করা হবে।